স্টাফ রিপোর্টার॥ পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিনের ত্রয়োদশ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে পর্যটন জেলা মৌলভীবাজারে।
৬ জুন বুধবার দুপুর আড়াইটায় মৌলভীবাজার প্রেসক্লাবে জেলা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সহ-সভাপতি মহসীন পারভেজ, সাবেক সভাপতি বকসি ইকবাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, , নজরুল ইসলাম মুহিব।
বক্তব্য দেন সাংবাদিক বকসি মিছবাহুর রহমান, আমিনুর রশীদ বাবর, মু. ইমাদ উদ-দীনসহ অনেকেই।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এসএম ইমরান বখত, সাংবাদিক স,ই, সরকার জবলু, হাসানাত কামাল, আব্দুর রব, এমদাদুল হক, সৈয়দ বয়তুল আলী, সাইফুল ইসলাম, হোসাইন আহমদ, আব্দুল কাইযুম, আশরাফ আলী, ওমর ফরুক নাঈম, মঞ্জু বিজয় চৌধুরী, মোঃ আমীর, মুবিন খান ও আতাউর রহমান।
ঘন্টাব্যাপী আলোচনা সভায় বক্তারা বলেন, যায়যায়দিন ধুমকেতুর মত এসে মাত্র তেরো বছরে পাঠকমহলে স্থান পেয়েছে। পরিশেষে পত্রিকাটির আরো উন্নতি কামনা করেন বক্তারা।