মনজু চৌঃ মৌলভীবাজারে পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বুধবার ৬ জুন)সন্ধ্যায় পুলিশ লাইনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৬ জুন বুধবার মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ শাহ জালালের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাশেদুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নেছার আহমদ,এম এ রহিম সি.আই.পি. পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব,চেম্বার অব কমাসের সভাপতি মোঃ কামাল হোসেন,
মৌলভীবাজার মডেল থানার ওসি সুহেল আহম্মদ,শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম,জেলা যুবলীগের সভাপতি মোঃ নাহিদ হোসেন, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি,সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সহ ব্যাংকার প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা,বিভিন্ন উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন অলাইন,ইলেকটনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ। দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন,পুলিশ লাইন জামে মসজিদের ইমাম,মাওলানা বজলুর রহমান চৌধুরী ।