জালালাবাদবার্তা.কমঃ MPP নির্বাচনের আর একদিনও বাকি নাই, আগামীকাল ৭ জুন নির্বাচন। প্রথমবারের মতো কোনও বাংলাদেশী কানাডার মূল ধারার রাজনীতিতে MPP হওয়ার পথে। স্কারবরো সাউথওয়েষ্ট থেকে ওন্টারিওর কুইন্সপার্ক পার্লামেন্টে NDP মনোনিত প্রার্থী বাংলাদেশে জন্ম নেওয়া ডলি বেগমের জয় প্রায় নিশ্চিত। সেই প্রথম থেকেই ডলি বেগমের সমর্থনে দল মত নির্বিশেষে এগিয়ে এগিয়ে এসেছেন বাংলাদেশী কমিউনিটির সবাই।
গত ৫ মে মঙ্গলবার জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি খসরুজ্জামান চৌধুরী দুলুর নেতৃত্বে এসোসিয়েশনের একটি প্রতিনিধি দল ডলি বেগমের কিংস্টনস্থ নির্বাচনী কার্যালয়ে নির্বাচনের খবরা খবর নেওয়ার জন্য ডলি বেগমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ডলি বেগমের সাহায্যার্থে টরন্টোতে বসবাসরত জালালাবাদ এসোসিয়েশনের যেসকল সদস্য/সদস্যারা প্রথমথেকেই নিজেদের শ্রম, মেধা ও সময় ব্যায় করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন এসোসিয়েশনর সম্মানিত সভাপতি। এই শেষ মূহুর্তে তিনি সকল জালালাবাদবাসীদের এগিয়ে আসতে আহ্বান জানান। এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোহাম্মদ রুকনউজ্জামান বলেন, “জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো প্রথম থেকেই ডলি বেগমের সাথে ছিলো এবং আগামীকাল নির্বাচনের শেষ মূহুর্ত পর্যন্ত পাশে থাকবে।“ প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাহবুব চৌধুরী, মুস্তাফিজুর রহমান জুয়েল, এবাদ চৌধুরী, শরিফুজ্জামান মানিক, শাব্বির চৌধুরী লিটন, সাঈদ চৌধুরী দিপু প্রমুখ।
বিজ্ঞপ্তি