বড়লেখা প্রতিনিধি॥ বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬ জুন বুধবার দিনব্যাপি নানা কর্মসুচির আয়োজন করা হয়। সকালে কোয়ার্টার গার্ডে পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল, বিশেষ দরবার, ইফতার পার্টি, কেক কাটা ও সুধী সমাবেশ, আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল পিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবি’র সেক্টর কমান্ডার (শ্রীমঙ্গল) কর্ণেল মোঃ জাহিদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী, পল্লী বিদ্যুতের ডিজিএম অভিলাস পাল প্রমূখ। এছাড়াও ইফতার পার্টি, কেক কাটা, সুধী সমাবেশ, আলোচনা সভা ও প্রীতিভোজে আমন্ত্রিত অতিথি হিসেবে বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।