স্টাফ রিপোর্টার॥ তিন চার দিন যাবত তাপমাত্রা বেড়ে আরও তীব্রতর আকার ধারণ করেছে। একদিকে রোজা পালন অন্যদিকে বাইরে প্রচন্ড গরম থাকলেও থেমে নেই ব্যস্ততম শহর মৌলভীবাজারের সব ধরনের কার্যক্রম। আর অতিষ্ট গরমে দিশেহারা হয়ে পড়ছেন সব রকমের যানবাহন চালকরা। দেখা যায় সকাল থেকেই প্রচন্ড রোদেও কর্মক্ষেত্রে যাচ্ছেন শহরতলি জনসাধারণ। যাচ্ছেন কোচিং, প্রাইভেট পড়তে শিক্ষার্থীরাও।
এ রকম রোদ না থাকলে যেমন হেটে চলাফেরা করেন অনেকেই, কিন্তু এ রোদের তীব্রতায় যানবাহনে চলাচলকারীর সংখ্যাও বেড়েছে। যার ফলে শহরে সৃস্টি হয়েছে যানযট।
শহরে সকালের দিকে রিক্সা চলাচল করলেও দুপুরের দিকে আর এ রিক্সা তেমন চলাচল করতে দেখা যায়নি। দেখা যায় অনেক রিক্সাওয়ালা তীব্র গরমের কারনে শহরে গাছে নিচে, বিল্ডিংয়ের ছায়ায় বসে রইছেন। আবার কেউ কেউ রিক্সা চালালেও রিক্সা নিয়ে বেশি দূূর যাচ্ছেন না। শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় এরকম দেখা যায় রিক্সা নিয়ে কয়েকজন চালক বসে থাকতে, কেউ আবার রিক্সায় ঘুমিয়েও পড়েছেন।
রিক্সা চালাক একরাম বলেন, এত গরমে কি আর করা। সকালে কিছু সময় চালাইছি, বিকালে আর সন্ধ্যার পর চালাইমু। এখন পর্যন্ত ১৫০ টাকা রুজি অইছে।