শহর প্রতিনিধি: মৌলভীবাজার শহরের হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) টাউন ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের নামের ১ম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, ২য় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ও ৩য় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।
পবিত্র ঈদুল ফিতরের নামাজের ১ম জামাতে ইমামতি করবেন জেলা জামে মসজিদের ইমাম ও টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি শামসুল ইসলাম।
২য় জামাতে ইমামতি করবেন শহরের পশ্চিমবাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মুহিবুর রহমান।
৩য় ও শেষ জামাতে ইমামতি করবেন সুলতানপুর জামে মসজিদের ইমাম মুফতি শামসুজ্জোহা। তথ্যটি নিশ্চিত করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।