যায়যায়দিনের  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বড়লেখা প্রতিনিধি॥ ‘ষোল কোটি মানুষের জন্য প্রতিদিন’ এই স্লোগানে মৌলভীবাজারের বড়লেখায় দৈনিক যায়যায়দিনের ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার ৬ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় বড়লেখা মিডিয়া সেন্টারে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সাংবাদিক লিটন শরীফ। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উদ্দিন। সাংবাদিক তপন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন যায়যায়দিনের বড়লেখা উপজেলা প্রতিনিধি খলিলুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন থানার উপপরিদর্শক (এসআই) অমিতাভ দাস তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি ইকবাল হোসেন স্বপন, নজরুল একাডেমির উপদেষ্টা মসরুর আলম চৌধুরী, বাংলাদেশ স্কাউটের বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন। এসময় ছোটলেখা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনাময় নাথ, সমাজসেবক হিফজুর রহমান, সাংবাদিক এ.জে লাভলু, তরুণ সমাজসেবক আলতাফ হোসেন, আইকেবি বাবলু, জামিল বক্স, মুহাম্মদ রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন