শমশেরনগরে দীর্ঘ দুই বছর পর কালীবাড়ি মার্কেটের অবৈধ দখলদার উচ্ছেদ

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কালীবাড়ি মার্কেটের একটি দোকানকোটা দীর্ঘ দুই বছর পর অবৈধ দখলদারকে উচ্ছেদ করেছে বণিক কল্যাণ সমিতি।

জানা যায়, শমশেরনগর কালীবাড়ি মার্কেটের একটি দোকান জনৈক মনোয়ার হোসেন দীর্ঘ দুই বছর ধরে দখল করে ব্যবসা চালিয়ে আসছেন। কালীবাড়ি কমিটির পক্ষ থেকে বার বার তাগিদ দেয়ার পর তিনি দখল না ছেড়ে আদালতে একটি মামলা করে। মামলায় আদালত কালীবাড়ি পরিচালনা কমিটির পক্ষেরায় দিলেও তিনি দখল ছাড়েননি। অবশেষে শমশেরনগর শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক বাবুলের নেতৃত্বে বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ৭ জুন বৃহষ্পতিবার বিকাল ৩টায় মনোয়ার হোসেনের দখলে থাকা দোকানকোটা উদ্ধার করে তালা মেরে কালীবাড়ি পরিচালনা কমিটির কাছে চাবি বুঝিয়ে দেন।

শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন