শাকির আহমদ
মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের উদ্যোগে শুক্রবার ২২ রমজান (৮ জুন) শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে প্রাণবন্তকর এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদের সভাপতিত্বে ও স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মীর এম এ সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক, শ্রীমঙ্গল উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি নোমান আহমদ সিদ্দিকী, মোহাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের সহকারী সাব ইন্সপেক্টর মো. নওয়াব আলী, র্যানার্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুরুল হক, পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, সুনগইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, সাতগাঁও মেরিগোল্ড কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক সঞ্জিত বিশ্বাস, শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক, আব্দুল জব্বার আজিজুন্নেসা কিন্ডারগার্টেন মডেল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ারুল হক বায়েছ, এক্সপার্ট কিন্ডারগার্টেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন, মডেল একাডেমি অ্যান্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা মাহব্ুুল আলম স্বপন, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক যুবায়ের আহমদ, শাহ মোস্তফা জেআই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মুমিন, মোঃ শফিউজ্জামান, ক্লাসিক আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মোস্তফা কামাল, হাজী রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামছুল ইসলাম, ইকরা ক্যাডেট স্কুল অ্যান্ড মাদরাসার সহকারী শিক্ষক মিসবাহ উদ্দিন, সোনার বাংলা রোড নতুন বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আশরাফুল ইসলাম লিয়াকত, বিশিষ্ট ব্যবসায়ী হানিফ মিয়া চৌধুরী, মোঃ মতলিব মিয়া, কামাল হোসাইন প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এমএ রাকিব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য সাংবাদিক মাহফুজ সুমন, নাহার চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, মুসলিমবাগ ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী, শ্রীমঙ্গল সরকারি হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা আছগর হোসাইন, সুনগইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রায়হান আহমদ ভূইয়া, মডেল একাডেমির সহকারী শিক্ষক মঞ্জুর হোসেন, হিলফুল ফুযুল ইসলামী সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাসুদ রানা, শাফি কম্পিউটারের প্রেপ্রাইটর শাহাদত হোসাইন মুন্সি বকুল, ইসলামিক কর্ণারের প্রোপ্রাইটর হাফেজ মাওলানা শাহাদত হোসাইন খান, ওয়ার্ল্ড সাইনের প্রোপ্রাইটর হাফেজ মাওলানা আজিজুল ইসলাম ইমরান, মাহবুব টেডার্সের এহছানুল হক, ছাত্র মজলিসের সাবেক শ্রীমঙ্গল উপজেলা সভাপতি খালিদ সাইফুল্লাহ, শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির প্রজেক্ট অফিসার আবুল হাসনাত রাব্বি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিমন আহমদ, হাফেজ নাহিদ রাজুন প্রমুখ।
স্কুল পরিচালকমন্ডলীদের মাঝে উপস্থিত ছিলেন স্কুল পরিচালক মন্ডলীর সভাপতি মোঃ আব্দুল মোমিন, পরিচালকমন্ডলীর সদস্য মুহাম্মদ নাদির হোসেন, মুহাম্মদ আতিকুর রহমান, হাবিবুর রহমান। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আশিকুর রহমান, আতিকুর রহহমান, হাবিবুর রহমান, মুহিবুর রহমান।
অনুষ্ঠানে স্কুলের অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীসহ প্রায় দুইশ’ মানুষ ইফতারে অংশগ্রহণ করেন।