ভারতে অনুপ্রবেশকালে বিজিবির হাতে স্বামী-স্ত্রীসহ তিন বাংলাদেশি আটক

শাকির আহমদ, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে প্রবেশকালে স্বামী-স্ত্রীসহ তিন বাংলাদেশিকে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

আটকের পর বৃহস্পতিবার (৭ জুন) রাতে বিজিবির পক্ষ থেকে কুলাউড়া থানায় মামলা (নং- ১২) দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে ধৃত এই তিনজনকে।

ধৃতরা হলেন, কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয় গ্রামের বাসিন্দা মো. আব্দুল কাইয়ুম (২২), তার স্ত্রী মোছা. লিজা আক্তার (১৮) এবং কাইয়ুমের ভাগ্না জুড়ি উপজেলার গোয়ালবাড়ির বাসিন্দা মো. হাসিব আলীর পুত্র মো. শাহীন আলী (২৬)।

উপজেলার কর্মধা ইউনিয়নের কুকিঝুড়ী পুঞ্জির মেইন পিলার নং- ১৮৪২ কাছ থেকে বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার কর্মধা ইউনিয়নের পাহাড়ি অঞ্চলের কুকিঝুড়ি পান পুঞ্জির পাশ দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে এ তিন বাংলাদেশী। এসময় টহলরত অবস্থায় বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মুড়ইছড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া দিয়ে আটক করেন। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে বৈধ পাসপোর্ট দেখাতে পারেনি তারা। পরে বিজিবির পক্ষ থেকে হাবিলদার বেলায়াত হোসেন বাদী হয়ে মামলা দিয়ে রাতেই কুলাউড়া হস্তান্তর করেন আটক তিন বাংলাদেশীকে।

বিজিবি মুরইছড়া ক্যাম্পের হাবিলদার বেলায়েত হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন- ‘আটক তিনজনই অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা কালে আমরা আটক করি।’

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসা বলেন- ‘আটক তিনজনকে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়েছে।’

৪৬ বিজিবি শ্রীমঙ্গল কমান্ডার লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমনে বলেন- ‘ভারতে প্রবেশের চেষ্টা কালে টহলরত অবস্থায় বিজিবি সদস্যরা তাদের আটক করেন এবং কুলাউড়া থানায় হস্তান্তর করেন।’

শেয়ার করুন