»জাতীয়»শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে দু:স্থদের মধ্যে চাল বিতরন
শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে দু:স্থদের মধ্যে চাল বিতরন
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
শ্রীমঙ্গল প্রতিনিধি:
ঈদ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪টি ইউনিয়নে ৭ হাজার ৮৯৪ গরীব দু:স্থ পরিবারের মাঝে ১০ কেজি করে সরকারী ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শ্রীমঙ্গল সদর, কালাপুর,ভূনবীর ও সাতগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে আনুষ্ঠানিকভাবে দু:স্থ অসহায়দের মাঝে এসব চাল বিতরন করেন জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এসময় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.আছকির মিয়া, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আছাদুজ্জামান,সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন।