আব্দুল খালিক শিপু, মন্ট্রিয়ালঃ মৌলভীবাজার জেলার মনুনদী তীরবর্তী মনুমুখ ইউনিয়নের একটি গ্রাম বাজরাকোনা।ঐ গ্রামেই ডলির নাড়ি পুতে রাখা হয়েছে ! ডলি গ্রামবাংলার তথা সারা বাংলদেশেরই গর্বিত, সুযোগ্য, শিক্ষিতা এবং আধুনিকা সুকন্যা। তিনি কানাডার অন্টারিও প্রদেশের প্রভিন্সিয়েল পার্লামেন্টের নবনির্বাচিত মেম্বার (MPP)। গত ৭ মে তিনি প্রথম বাংলাদেশী-কানাডিয়ান পার্লাামেন্টারী হিসেবে কানাডাতে নতুন ইতিহাস রচনা করেছেন। তিনি প্রমাণ করেছেন, দৃঢ় সংকল্প, সৎসাহস, কঠোর পরিশ্রম এবং মহৎ আকাঙ্খা থাকলে বিজয়ের ইতিহাস লিখা যায়। তিনি নীচ আঞ্চলিকতামনা ও সংকীর্ণমনা কিছু বাংলাদেশীদেরকে বুঝিয়ে দিয়েছেন যে, বাংলাদেশীরা সবাই যদি একতাবদ্ধ থাকলে বিদেশেও সুন্দর, সৃজনশীল বিজয়ের এবং গৌরবের বাংলাদেশী কমিউনিটির ছোট্ট বাংলাদেশ গড়া সম্ভব। উল্লেখ্য, ডলি বেগমের দাদা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্তানীয় সরকার অধিদপ্তরের মনুমুখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তাঁর দাদার নাম সুজন মিয়া। ডলির গ্রামেই জন্ম হয়েছে সদর উপজেলার চেয়ারম্যান মিজানূর রহমানের।
ডলি বেগম সকল বাংলাদেশী আপনাকে অভিনন্দন জানাচ্ছে। সেইসাথে আমি; আব্দুল খালিক শিপুও মন্ট্রিয়াল থেকে আপনাকে জানাচ্ছি।
*****অভিনন্দন*****
[ Note:MPP – A Member of provincial parliament-an elected member of the legislative assembly of the province of Canada.LAP of Ontario has 2 components such as (1) MPP and (2)The Lieutenant Gouvernor.
Ontario has107 Provincial Legislative Assembly members which is the 2nd largest Canadian provincial deliberative assembly by number of members after the province of Quebec (125 members).
By the way,MP is the Canadian Federal Parliament Member of House of Commons.Dolly Begum is an honourable MPP of the Province of Ontario.]