এতিম শিশুদের নিয়ে অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥মৌলভীবাজারের কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজেন বৃহস্পতিবার ৭ জুন শমশেরনগর বাজারের স্থানীয় একটি রেস্টুরেন্টে এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুিষ্ঠত হয়। কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ। অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হিফজুর রহমান তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর বনিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক বাবুল, বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক, ইউপি সদস্য মোঃ রুহেল আহমেদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, এম, এ, ওয়াহিদ রুলু, পিন্টু দেবনাথ, শাহীন আহমেদ, মোস্তাফিজুর রহমান, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মশাহিদ আহমদ, দীপ্ত নিউজের সম্পাদক দুরুদ আহমদ, সাংবাদিক আব্দুল বাছিত খান, আলাল আহমদ, প্রাক্তন ইউপি সদস্য জিতু মিয়া প্রমুখ।  অনুষ্ঠানে মাদ্রাসার এতিম শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন