মৌলভীবাজারে ৪ টি আইসিটি ল্যাবের অনুমোদন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন এর একান্ত প্রচেষ্টায় মৌলভীবাজার ও রাজনগর এর চারটি প্রতিষ্টানে আইসিটি ল্যাবের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার ৫ জুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক মোঃ খায়রুল ইসলামের সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের চুড়ান্ত তালিকা প্রকাশিত হয়। চুড়ান্ত তালিকার মধ্য মৌলভীবাজারের ১ টি প্রতিষ্ঠান হলো সৈয়দ শাহ মোস্তফা কলেজ  রাজনগরের ৩ টি প্রতিষ্ঠান (১) হাজী ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয় (২) আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় (৩) চৌধুরী আছিয়া রহমান একাডেমি।

উল্লেখ্য যে সারাদেশের ন্যায় কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্প ২০১৭-২০১৮ অর্থ বছরে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের চুড়ান্ত তালিকায়  মৌলভীবাজার ও রাজনগরের ৪টি প্রতিষ্ঠানের অনুমোদন দেয়া হয়েছে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (প্যানেল স্পিকার) সৈয়দা সায়রা মহসীন এমপির ঐকান্তিক প্রচেষ্টায় কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের অনুমোদন হওয়ায়  বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের মধ্য ভিন্ন রকম আনন্দ বিরাজ করছে। ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন হওয়ায় বিভিন্ন ধরনের ভাষা সম্পর্কে শিক্ষার্থীরা প্রাথমিক জ্ঞান লাভ করবে যার ফলে শিক্ষার্থীদের ভাষাগত জ্ঞানের দক্ষতা বৃদ্ধি পাবে। তাছাড়া আধুনিকতার ছোয়ার সাথে তাল মিলিয়ে চলতে হলে তথ্য প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের কোনো বিকল্প নেই তাই কম্পিউটার ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটারের প্রাথমিক জ্ঞান বৃদ্ধি ও এর সুষ্ঠু ব্যবহার সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারবে।

 

শেয়ার করুন