ভারতীয় মদসহ  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা থানা পুলিশ ৮ জুন শুক্রবার দুপুরে উপজেলার গঙ্গারজল গ্রামে অভিযান চালিয়ে ৬৩ বোতল ভারতীয় অবৈধ মদসহ মাদক ব্যবসায়ী জহিরুল ইসলামকে (২৭) গ্রেপ্তার  করেছে। সে গ্রামের সফিক উদ্দিনের ছেলে। ড্রাইভারী পেশার আড়ালে দীর্ঘদিন ধরে সে ভারতীয় মদ, ফেন্সিডিল, গাজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে যাচ্ছিল।

থানা পুলিশসহ নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, জহিরুল ইসলাম পেশায় একজন প্রাইভেট গাড়ী চালক। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ড্রাইভারী পেশার আড়ালে দীর্ঘদিন ধরে সে ভারতীয় মদ, ফেন্সিডিল, গাজাসহ বিভিন্ন মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদনে ভিত্তিতে ৮ জুন শুক্রবার দুপুরে এসআই শরীফ উদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ির শয়নকক্ষের একটি আলমারী থেকে ৬৩ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ করেন। এসময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদুর রহমান জানান, ভারতীয় মদসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী জহিরুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও  পাচার আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

 

 

 

শেয়ার করুন