পৌর বহুমুখী ব্যবসায়ী সমিতির ইফতার

শহর প্রতিনিধি॥ মৌলভীবাজার পৌর বহুমুখী ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৯ জুন শহরের একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি মোঃ কায়ছর বখশ এর সভাপতিত্বে ও মোঃ শাহেদ আলীর পরিচালনায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনায় প্রধান আলোচক ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা মাহবুবুর রহমান উসমানী। আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, প্যানেল মেয়র ফয়ছল আহমদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মুহিউদ্দিন শাহিন, সহ-সভাপতি মতিউর রহমান বাবুল। এসময় উপস্থিত ছিলেন সমিতির বিভিন্ন পর্যায়ের নেতা ও সদস্যবৃন্দ।

 

শেয়ার করুন