পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব-দুঃস্থদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব-দু:স্থদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। ৯ জুন শনিবার দিনভর বিভিন্ন ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। ভিজিএফ কর্মসূচীর আওতায় ১০ হাজার ৮০০ জন গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফ এর এসব চাল বিতরণ করা হয়। এ উপলক্ষে পৃথক পৃথক অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন পিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমর্কতা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মালিক বাবুল, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন