স্টাফ রিপোর্টার॥ ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) মৌলভীবাজার এবং ইনার হুইল ইন্টারন্যাশনাল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন ডিস্ট্রিক-৩২৮এর সহযোগিতায় জেলায় অসহায় ও দুস্থ সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরন করা হয়।
৯ জুন শনিবার বিকেলে মৌলভীবাজার শিশু একাডেমী ভবন প্রাঙ্গনে ঈদবস্ত্র বিতরন করা হয় । ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) মৌলভীবাজার শাখার সভাপতি দ্বীপ্র ধর অর্ঘ্য এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। বক্তব্য রাখেন রোকেয়া মাহবুব চৌধুুরী, নিলুফা জেসমিন মুক্তি,মাধুরী মজুমদার,অপরাজিতা রায়,শাহীনা বেগম,ইসমত আরা মুন্নী,রুমা বেগম,এনসিটিএফ জেলা ভলান্টিয়ার রোমানা আক্তার চৌধুরী,কামরুল ইসলাম, প্লান্ট ইন্টান্যাশনাল এর প্রতিনিধি আব্দূল্লাহ জাবায়ের প্রমুখ। দুইশতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরন করা হয়।