আগামীকাল ১০ জুন টরন্টোতে প্রধানমন্ত্রীর গনসংবর্ধনা উপলক্ষ্যে ডেনফোর্থ সরগরম

রুহুল চৌধুরীঃ আগামীকাল ১০ জুন রবিবার বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশীদের নয়নমণি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার কানাডা আগমন উপলক্ষ্যে মেট্রো টরন্টো কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য নাগরিক সংবর্ধনাকে সুন্দর, স্বার্থক এবং সফল করে তুলতে টরন্টোয় আওয়ামীলীগ এবং তার বিভিন্ন অঙ্গসংগঠনগুলোর মধ্যে প্রস্তুুতির যেন শেষ নাই।

প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনাকে কেন্দ্র করে আজ ৯ জুন শনিবার টরন্টোর বাংলা টাউন খ্যাত ডেনফোর্থ এবং ভিক্টোরিয়া পার্ক এলাকা লোকে লোকারণ্য। আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীদের দেখা যায় শেষ মুহুর্তের প্রস্তুুতি সম্পন্ন করতে।

ডেনফোর্থের সুইস বেকারীর সামনে দেখা যায় অন্টারিও আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুকী হাসান, সৈয়দ আব্দুল গাফ্ফার, মুস্তাফা কামাল, আব্দুল কাদের মিলু, আব্দুস সালাম, এমরুল ইসলাম (ইমরুল), মুর্শেদ আহমেদ মুক্তা, হাজী তুতিউর রহমান, মহিউদ্দিন, ফারহানা শান্তা, মনির সহ আরও অনেককে।

ডেনফোর্থে উপস্থিত সকল নেতৃবৃন্দ ছিলেন প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনার জন্য মেট্রো টরন্টো কনভেনশন সেন্টারের বিশেষ প্রবেশপত্র বিতরন করতে ব্যস্ত।

শেয়ার করুন