স্টাফ রিপোর্টার॥ এবারের রমজান মাসের তারাবীর নামাজে মৌলভীবাজার শহরের মসজিদগুলোতে ছিলো খতম তারাবীর তুলনায় সূরা তারাবীতে ধর্মপ্রান মুসলমানদের উপড়ে পড়া ভীড়।
ইফতারের পর পরই শহরের ধর্মপ্রান মুসলমানরা তারাবীর নামাজের উদ্দেশ্যে ধীরে ধীরে চলে যান মসজিদের দিকে। কেউ যাচ্ছেন খতম তারাবীতে,কেউবা আবার সূরা তারাবীতে।
শহরের বেশ কয়েকটি মসজিদে তারাবীর নামাজ পড়লে দেখা যায়,অনেক খতম তারাবীর মসজিদে প্রথম প্রথম একটু ভীড় থাকলেও কিছু সময়ের মধ্যে এ ভীড় থাকছে না। কেউ কেউ আট রাকাত, কেউ আবার বারো রাকাত নামাজ পড়ে চলে যাচ্ছেন। এর মধ্যে অন্যতম মসজিগুলোর মধ্যে হলো মৌলভীবাজার দেওয়ানি মসজিদ,বাজার মসজিদ,দারুল উলুম মসজিদ,কোর্ট মসজিদ।
অন্যদিকে শহরের প্রানকেন্দ্রে কয়েকটি সূরা তারাবীতে নামাজ পড়লে দেখা যায়,মুসল্লিরা বিশ রাকাত নামাজ পড়েই বের হচ্ছেন মসজিদ থেকে এবং দু একটি মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লির সংখ্যা মসজিদ কাঠামো অনুযায়ী অতিরিক্ত হওয়ায়, বাইরে (মসজিদ প্রাঙ্গনে) কার্পেট বিছিয়ে নামাজ পড়ছেন মুসল্লিরা।