সরকারী উদ্যোগে ভূটান ও ভারত সফর

ফখর উদ্দিন আহমদ॥ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপ্তা ভট্টাচার্য্য বিদেশ সফর করেছেন।

সরকারী উদ্যোগে ২০ মে হইতে ২৯ মে পযর্ন্ত ভূটান ও ভারত সফর করেন। জানা গেছে বাংলাদেশ স্কাউটস-এর গার্ল ইন স্কাউটিং এর আয়োজনে ৯ সদস্যের সফর কারী দলের তিনি অন্যতম ছিলেন।

উল্লেখ্য সফর কালীন সময়ের ভূটানের স্কাউটস এর সদস্যদের সাথে মত বিনিময় করেন এবং স্কাউটস প্রোগ্রাম সম্পর্কে জানার জন্য বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন।বাংলাদেশের নিযুক্ত ভূটানের হাই কমিশনার সফরকারী দলের সম্মানে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেন।

 

শেয়ার করুন