শাহবাজপুর স্কুল এন্ড কলেজে  শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত রহিম উদ্দিন

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার শাহবাজপুর স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক রহিম উদ্দিন। ৯ জুন শনিবার নবনির্বাচিত কমিটির প্রথম সভায় তাকে শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত করা হয়।

জানা গেছে, শাহবাজপুর স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির কো-অপ্ট সদস্যদের পদে অভিভাবক সদস্য আব্দুর রহমান বাবুল সাবেক ইউপি মেম্বার বিশিষ্ট সমাজসেবক রহিম উদ্দিনের নাম প্রস্তাব করেন। প্রস্তাব সমর্থন করেন অপর সদস্য মোঃ সেলিম উদ্দিন। পরে সর্বসম্মতিতে তাকে শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত করা হয়। রহিম উদ্দিন শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, পূর্বদৌলতপুর প্রাইমারী স্কুলের প্রতিষ্ঠাতা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত।

শেয়ার করুন