ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক জুড়ীতে বাজার তদারকি অভিযান

স্টাফ রিপোর্টার॥ পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়।

১০ জুন রোববার  জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিং মূলক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, ইফতারসহ অন্যান্য খাবার রাস্তার পাশে খোলা অবস্থায় অস্বাস্থ্যকর ভাবে বিক্রি করা, ক্রয় ভাউচার সংগ্রহ না করা, মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিক্রয় করা, ওজনে কম দেওয়া, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না আনা, মাংস ফ্রিজে রেখে বাসি ও অস্বাস্থ্যকর করে বিক্রি করা, মেয়াদ উত্তির্ণ খাদ্যদ্রব্য বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে তামান্না মিষ্টি ঘরকে ৮ শত টাকা, ইষ্টি কুটুম মাংস ঘরকে ৩ হাজার টাকা, হাবীব বীজ ঘরকে ১ হাজার টাকা, দত্ত এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকাসহ মোট ৮ হাজার ৮ শত টাকা জরিমানা আদায় করা হয়।

শেয়ার করুন