মৌলভীবাজারে “স্পন্দন” এর ইফতার

শহর প্রতিনিধি: সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্পন্দন মৌলভীবাজার এর ইফতার মাহফিল  ১০ জুন রোববার  শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। স্পন্দন এর সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমদ টিটুর সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি ইহাম মোজাহিদ এর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনায় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি মৌলভীবাজার এর সভাপতি ডাঃ ছাদিক আহমদ। বিশেষ অতিথি ছিলেন লেখক ও ব্যাংকার এ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল,ব্যবসায়ী ও সমাজসেবক ফরহাদ রশিদ,শেখ বোরহান উদ্দিন সোসাইটি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, কামালপুর ক্রিকেট ক্লাবের সভাপতি আলিম হোসেন মিরু,শাযুস মৌলভীবাজার এর সাবেক সভাপতি হাফেজ আহমদ মাহফুজ, ব্যবসায়ী এমদাদ আহমদ,নবীণ সংঘ থিয়েটার এর সহ সভাপতি জসিম আহমদ, খায়রুল মজুমদার, সাংবাদিক মেহদি হাসান রুমি,এমদাদুল হক প্রমুখ।

উপস্থিত ছিলেন স্পন্দন এর সাব্বির আহমদ, বক্কর আহমদ, কাজী হাসান শিহাব, আশিক আহমদ,ওয়াসিম আহমদ নিশান, সূর্যশিশিরের মনছুর আহমদ মিটু, ওয়াসিম আহমদ, সামি আহমদ,অপু আহমদ,স্পন্দন এর হায়াতুল ইসলাম রাহি, কাওছার আহমদ, রুমেল আহমদ তালুকদার, বশির আহমদ,শাহরিয়ার আহমদ, শাহেদ আহমদ,কামরুজ্জামান কামরান, সৈয়দ হাকিম, সুমন সরকার, কাওছার সরকার মহসীন, বিপুল দাস কাজল,রফিক আহমদ, সুহান আরিয়ান,শফিক ইসলাম,জুবায়েল আহমদ,আয়নুল ইসলাম,শাকিল আহমদ, রুমেল আহমদ প্রমুখ।

শেয়ার করুন