উলুয়াইল গ্রামে প্রতিবন্ধীদের ভাতা প্রদান

শহর প্রতিনিধি:   মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল এম আর মেমোরিয়াল টাষ্ট্রের উদ্যোগে প্রতিবন্ধীদের ভাতা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১০ জুন রোববার বিকেলে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল ইসলামিয়া আলীম মাদরাসা হলরুমে সংগঠনের সভাপতি বকসি মিছবাহ উর রহমানের সভাপতিত্বে প্রতিবন্ধীদের ভাতা প্রদান ও ইফতার মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান। সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বকসি জুবায়ের আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সাংবাদিক সরওয়ার আহমদ আহমদ, মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বকসি তৈয়বুর রহমান, ইউপি সদস্য গিয়াস মিয়া, সাবেক ইউপি সদস্য সুন্দর মিয়া, ওয়াসিদ মিয়া, মোঃ সালামত চৌধুরী, শাহ লকুছ মিয়া, মহসীন চৌধুরী, শেখ তাজুদ মিয়া, শেখ জহুর মিয়া, শেখ বাচ্ছু মিয়া, বকসি আজমল হোসেন, মোঃ শাহেদ মিয়া, মোঃ কাসেম আহমদ, তাইয়িদুর রহমান, সোরাব মিয়া, বকসি আহনাফ মোত্তাকিফ রাহিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ওই এলাকার প্রায় ২৫ জন প্রতিবন্ধীকে নগদ ২ হাজার টাকা করে  অনুদান প্রদান করা হয়।

 

শেয়ার করুন