বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার সাবেক ইউএনও তাহসিনা বেগম এর স্বামী জকিগঞ্জ উপজেলার সাবেক ইউএনও জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ শহিদুল হক ১০ জুন রোববার দুপুরে দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা এপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিসিএস (প্রশাসন) ২৫ তম ব্যাচের কর্মকর্তা শহিদুল হক সম্প্রতি দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর দেশে বিদেশে চিকিৎসা গ্রহন করেন। সর্বশেষ গত বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা এপোলো হাসপাতালে ভর্ত্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টায় তিনি ইন্তেকাল করেন। নরসিংদি জেলা নিবাসী শহিদুল হক ২০০৬ সালে সরকারী চাকুরীতে যোগদানের পর ২০১২ সালে কুলাউড়া উপজেলায় সহকারী কমিশনার (ভুমি) ও পরবর্তীতে শ্রীমঙ্গল ও জকিগঞ্জ উপজেলায় ইউএনও এবং পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রনালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ শিশু কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
শোক প্রকাশ : জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ শহিদুল হক এর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এএসএম সিদ্দিক আহমদ লোকমান, মৌলভীবাজার জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও দি চেম্বার অব কমার্সের পরিচালক জাফর আহমদ গিলমান, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল,সাপ্তাহিক হাকালুকি সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল হান্নান,মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, যুক্তরাজ্যস্থ কুইন্সপার্ক বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক ও কুলাউড়া থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না,শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম জহির, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক তারেক হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক জীবন রহমান,সাপ্তাহিক অর্থকালের সহকারী সম্পাদক এম. আতিকুর রহমান আখই, জুড়ীনিউজ.কম.বিডির নির্বাহী সম্পাদক আল আমীন, রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি সাংবাদিক মোক্তাদির হোসেন, বঙ্গবন্ধু পরিষদের আল আইন জেলা কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান ফজলু,দৈনিক মানবকন্ঠের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সেলিম আহমেদ, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ আশফাক তানভীর, সাধারন সাধারন সম্পাদক মাহফুজ শাকিল, বাংলানিউজ নেটওয়ার্কের সহ-সম্পাদক এম আর রাসেল, সাংবাদিক আব্দুল আহাদ, সাপ্তাহিক জনতার নিঃস্বাস এর সিলেট বিভাগীয় প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন প্রমুখ।