কমলগঞ্জ প্রতিনিধি॥ জাতীয় সংসদে ২০১৮-২০১৯ অর্থবছরে শিক্ষাবান্ধব ও উন্নয়নশীল বাজেট পেশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে ১১ জুন সোমবার বিকাল ৪টায় এক আনন্দ র্যালী বের হয়। উপজেলা যুবলীগের আহবায়ক পৌরসভার মেয়র জুয়েল আহমেদের নেতৃত্বে একটি বিশাল আনন্দর্যালী বের হয়ে উপজেলা চৌমুনীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক সংক্ষিপ্ত পথ সভায় উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মালিক বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ,শায়েক আহমদ,আলাল মিয়া, ইলিয়াছুর রহমান, জহিরুল ইসলাম নানু,মোস্তাফিজুর রহমান প্রমুখ। সভায় জনগনের কল্যাণে শিক্ষাবান্ধব ও উন্নয়নশীল বাজেট পেশ করায় কমলগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।
শিক্ষাবান্ধব ও উন্নয়নশীল বাজেট পেশ করায় কমলগঞ্জ উপজেলা যুবলীগের আনন্দ র্যালী
শেয়ার করুন