কানাডার কুইবেকে অনুষ্ঠিত জি-৭ সম্মেলন শেষে গত ১০ মে রোববার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিকাল ৫:৩০ মিনিটের সময় টরন্টোর ডাউনটাউনের মেট্রো টরন্টো কনভেনশন সেন্টারে এক গণ সংবর্ধনা প্রদান করা হয়। প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়ার প্রাক্কালে কনভেনশন সেন্টারের সামনের সিমকো পার্কে ‘কানাডায় যেখানেই হাসিনা সেখানেই প্রতিরোধ –প্রতিবাদ’ এই শ্লোগান নিয়ে স্থানীয় বিএনপির বেশ কিছু সংখ্যক নেতাকর্মী ‘খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘ইলিয়াসকে ফেরত দাও’ ইত্যাদি ব্যানার হাতে শেখ হাসিনা বিরোধী বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ কালে টরন্টো পুলিশকে বেশ তৎপর থাকতে দেখা যায়।
বিএনপির শেখ হাসিনা বিরোধী এই বিক্ষোভে যোগ দেন বিএনপি নেতা এবং সাপ্তাহিক ভোরের আলো পত্রিকার এস. আর. চৌধুরী রেশাদ ও আহাদ খন্দকার, সাপ্তাহিক আজকাল পত্রিকার সম্পাদক মাহবুব চৌধুরী রণি, মাহবুবুর রব চৌধুরী, জাকির খান, এ কে আজাদ, মইন চৌধুরী, মিসবাউল ফাহিম, মালিহা মনসুর, সামুন ভূইয়া, জাকির হোসেন, এজাজ খান, মুজিবুর রহমান, জাকারিয়া চৌধুরী, নাজমা বেগম, সুহেল খান, এনামুল হক প্রমুখ।