স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন সোমবার প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর বাস ভবনে সর্বস্থরের জনসাধারণ ও সুধি জনদের নিয়ে সায়রা মহসীন ইফতার করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল, এম এ রহিম সিআইপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মসুদ আহমদ, মডেল থানার ওসি সোহেল আহাম্মদ, আনকার আহমদ, কাউন্সিলার আসাদ হোসেন মক্কু সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।