পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহম্মেদ আলী মুকিব এর শুভেচ্ছা বার্তা

শেখ নিজামুুর রহমান টিপুুঃ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশ বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সৌদি আরব বিএনপির সভাপতি, জননেতা তারেক রহমানের মধ্য প্রাচ্য বিষয়ক বিশেষ দূত আলহাজ আহম্মেদ আলী মুকিব।
এ সময় তিনি বলেন, “আমি সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল-ফিতর। আর ঈদ-উল-ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়। তাই ঈদ-উল-ফিতরের শিক্ষা নিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি এই কামনা করি।”
এদিকে আহম্মেদ আলী মুকিব তার ঈদ বার্তায় আরো বলেছেন, “এই ঈদ সত্যিকার অর্থে জাতীয়তাবাদী সৈনিকদের নিরানন্দ ঈদ। যেখানে আজ ‘গণতন্ত্রের মা’ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিশ্ব স্বীকৃত গণধিকৃত, নব্য স্বৈরশাসক, খুনি হাসিনার কারাগারে বন্দি। এই অবস্থায় জাতীয়তাবাদী সৈনিকদের শক্তিতে বলিয়ান হয়ে দেশ নেত্রীর মুক্তির আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে। যেদিন বেগম খালেদা জিয়া নিঃশর্ত ভাবে মুক্ত হয়ে জনগণের মাজে ফিরে আসবে আর ওই দিন আমরা আনন্দ করবো এই ঈদুল ফিতরে তাই হউক আমাদের অঙ্গীকার।” তারপরও তিনি জননেতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান সহ জিয়া পরিবারের অন্যান্য সদস্যদের এবং আন্দোলন সংগ্রামে নির্যাতিত জাতীয়তাবাদী সৈনিকদের পরিবার ও জাতীয়তাবাদী আদর্শের সকল সৈনিকদের প্রতি সহানুভুতি সহকারে বিশেষ ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

 

শেয়ার করুন