পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী বলেন, বন্যায় মনুনদীর তিনটি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। ধলাই নদী বিপদসীমার ৫২ সেন্টিমিটার ,১৭৫ সেন্টিমিটার ও মনু নদী বিপদ সীমার সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১৭৫ সেন্টিমিটার মানে পানির লেভেল আর বাঁধের লেভেল সমান হয়ে যাচ্ছে। বন্যার পানি বাড়ছে।
পানি নাকি আরো বাড়বে। এখন আর ঝুঁকিপূর্ণ বলে কোন শব্দ নাই। এখন সবই ঝুঁকিপূর্ণ। গত বছরের চেয়ে এবছর বন্যার পানি বেশি। তিনি আরও বলেন, মঙ্গলবার মনু নদীর বিপদসীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়।
তিনি আরও বলেন, কোন বরাদ্ধ না থাকার পরও নিজ দায়িত্বে এই দুটি নদীর ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধে ইতিপূর্বে প্রায় ৮ কোটি টাকারও সংস্কার কাজ করেছিলেন।