শ্রীমঙ্গল ইউনিয়ন সমাজসেবা কার্যালয় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা ৬নং আশীদ্রোন ইউনিয়নের ১নং ওয়ার্ডের খোশবাস পূর্ব আশীদ্রোন সমাজ সেবা অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে কার্যালয় এর বেহাল দশা। ইউপি চেয়ারম্যান জানিয়েছেন,সস্কার করে নতুন করে কার্য়ক্রম শুরু হলে সেখান মানুষের ভাতা উত্তোলন করিতে পারবেেএতে অনেকটাই দূর্ভোগ কমবে।


ছবি – প্রতিবেদন শাকির আহমদ

শেয়ার করুন