স্টাফ রিপোর্টার॥ দৈনিক বাংলার দিন ও দৈনিক মৌলভীবাজার বার্তা’র আয়োজনে “পবিত্র লাইলাতুল কদর: পূণ্যময় রজনী শীর্ষক” আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২ জুন মঙ্গলবার দৈনিক বাংলারদিন ও দৈনিক মৌলভীবাজার বার্তার সম্পাদক মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল বিপিএম, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো: ফজলুল আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জজ কোর্টের পিপি এ এস এম আজাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার আলম, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ডাইরেক্টর জেনারেল সাইদুর রহমান রেনু, বাসস এর জেলা প্রতিনিধি ডা. ছাদিক আহমদ, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুল ইসলাম, টাউন সিনিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শামসুল ইসলাম, এডভোকেট আবু তাহের, নাট্যকার খালেদ চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মিন্ঠু রঞ্জণ দেবনাথ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী, কৃষি সম্প্রশারন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান।
সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামি ব্যাংক মৌলভীবাজার শাখার ম্যানেজার সায়েদুর রহমান, জেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা আইয়ুব আলী খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক বাংলার দিন পাঠক ফোরামের সভাপতি চৌধুরী মোহাম্মদ মেরাজ। ইফতার মাহফিলে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র লাইলাতুল কদরের গুরুত্বের উপর অতিথি বৃন্দের আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন টাউন সিনিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শামসুল ইসলাম।