স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাহেদুল হক মিলু’র মৃত্যুতে বাসদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে দুপুর ২টায় জেলা জেলা কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাসদ মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক মঈনুর রহমান মগনু (এডভোকেট), সঞ্চালনা করেন জেলা শাখার সদস্য মুজাহিদ আহমদ। শোকসভায় স্মৃতিচারণ করেন বাসদ জেলা শাখার সদস্য বদরুল হোসেন, মাসুদ রানা, জেলার বর্ধিত ফোরামের সদস্য সৈয়দ ফখরুল হক, দিলীপ সাহা, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা শাখার সংগঠক মাছুমা খানম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মিটন দেবনাথ, সাধারণ সম্পাদক রায়হান আনছারী, সদস্য কৌশিক দে, ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নন্দী, স্কুল বিষয়ক সম্পাদক স্বর্ণালী দাস টুম্পা প্রমুখ।
উল্লেখ্য কমরেড জাহেদুল হক মিলু ১৩ মে সকালে কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনার স্বীকার হোন। দীর্ঘ একমাস লাইফ সাপোর্টে থাকার পর ১৩ জুন বুধবার দুপুর ১২ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান।