বিশেষ প্রতিনিধি॥ পৌর শহরে যানজট নিয়ন্ত্রণে ‘কুলাউড়া মুক্তস্কাউট গ্রুপ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ১১ জুন সোমবার সকাল থেকে রাস্তায় নেমেছেন। সংগঠনটির নেতৃবৃন্দ বলছেন, ‘পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের আগের দিন পর্যন্ত তারা যানজট নিয়ন্ত্রণে মাঠে কাজ করবেন। এটা তাঁদের ঈদ সেবা।’ কুলাউড়া শহরের শহরের দক্ষিণবাজার, স্টেশন চৌমূহনা ও উত্তরবাজার মসজিদের সম্মুখ এলাকায় স্কাউট সদস্যরা যানজট নিয়ন্ত্রণে বৃষ্টিতে ভিজে কাজ করছেন। ট্রাফিক আইন মেনে চলতে তাঁরা গাড়ি চালকদের যেমন পরামর্শ দিচ্ছেন, তেমনি ফুটপাতে গাড়ি দাঁড় করিয়ে না রাখতেও বলছেন। তাঁদের পাশাপাশি পুলিশও এ কাজে তৎপর রয়েছে। কুলাউড়া মুক্তস্কাউট গ্রুপের সভাপতি মোর্শেদ আলম, সম্পাদক সামছুউদ্দিন বাবু জানান, “এমনিতেই প্রতিদিন যানজট লেগেই থাকে। তাছাড়া ঈদ উপলক্ষে যানজটের কারণে ক্রেতাদের ভোগান্তি বেশি হচ্ছে। ঈদে কেনাকাটা করার জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন শহরের বিপণিগুলোতে ভিড় জমান। এ কারণে এ সময়টাতে অতিরিক্ত যানজটের সৃষ্টি হয়। স্কাউট সদস্যরা মাঠে নামায় যানজট অনেকটা কমে এসেছে। শহরের ব্যস্ত এলাকায় যানজট নিয়ন্ত্রণে ‘ঈদ সেবা’ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সংগঠনের ৩০ জন সদস্য তিন শিফটে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এটা চলবে ঈদের আগের দিন পর্যন্ত।” এদিকে তাদের এ কাজে জনপ্রতিনিধিসহ উপজেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তা এবং ব্যবসায়ী সংগঠনের নেতারা তাঁদের উৎসাহ দিচ্ছেন।
কুলাউড়ায় মুক্ত স্কাউট গ্রুপের ঈদ সেবা
শেয়ার করুন