স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জনকল্যাণ সংস্থা নামে একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহরের কোট এলাকায় ঈদ উপলক্ষে অসহায় শিশুদের মাঝে পোষাক বিতরণ করেছে। উক্ত পোষাক বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাকসুদ নেওয়াজ রিজভী, সহ -সভাপতি ওয়াহিদা আক্তার শাখি, রুমেল খান রাজ,পাঠাগার সম্পাদক আবু তালেব চৌধুরী,সদস্য আদনান সানি,আয়েশা সাফিকা, সপ্নীল দও, সৌরভ কর্মকার, সায়ন্তন দেব, শর্মিষ্ঠা শর্মি, পারমিতা প্িেরন্টস।
জনকল্যাণ সংস্থার পোষাক বিতরণ
শেয়ার করুন