কুলাউড়ায় শেষ মুহুর্তের ঈদ বাজার জমে উঠেছে

বিশেষ প্রতিনিধি॥ শুক্রবার শাওয়ালের চাঁদ দেখা গেলে শনিবার সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। কুলাউড়ায় জমে উঠেছে ঈদের বাজারের শেষ মুহুর্ত। কুলাউড়া শহর ও শহরতলীর বাজারগুলোতে ঈদের শেষ মুহুর্তের কেনাকাটায় ব্যস্ত-মানুষ। কুলাউড়া শহরে ক্রেতাদের উপচেপড়া ভীড়ে হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাদের। মেইন রাস্তাসহ অলি-গলির রাস্তাগুলোতে অসহনীয় যানজট। তরুন-তরুনীদের ভীড় লক্ষনীয়। কুলাউড়া শহর ঘুরে দেখা যায়, শহরের বৃহৎ মার্কেট মিলিপ্লাজায় ক্রেতাদের আনাগোনা বেশি। এছাড়াও আর এম সিটি, বশিরপ্লাজা, আজিজ রওশন কমপ্লেক্স, তবুর ম্যানশন, এসএম প্লাজাসহ সবক’টি কাপড়ের দোকানেই উপচে পড়া ভীড়। জুতার দোকান, কসমেটিক্স, টেইলারিং সবখানেই শেষ মুহুর্তের কেনা কাটা চলছে। এবার মেয়েদের অপরাধী, ইস্তা, পদ্মাবতী, মনময়ূরী, ইত্তানা, জুবেদা, কাতান ড্রেস, পার্টিফ্রগ ও জর্জেটের চাহিদা বেশী।

অন্যদিকে কাতান বেনারশী, চায়না বুটিকস, সাউথ কাতান, সাঞ্জুলী, রাজগুরু ও রেঙ্গরেঞ্জ শাড়ির চাহিদা বেশী জানান দোকানীরা। ড্রেস কিনতে আসা গৃহবধু রোকশানা আক্তার, বাপ্পি বেগম, সেবিন আক্তার, সামিয়া জাহান, নাদিয়া বেগম জানান মার্কেটে চাহিদা অনুযায়ী কাপড় পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু দোকানীরা দাম ছাড়ছেন না। তাদের বক্তব্য বেশী দাম দিয়ে কাপড়চোপড় কিনতে হচ্ছে। হাসান ফ্যাশন, ক্লাসিক ফ্যাশন, ম্যাক্স টেক্সটাইল, উত্তরা শপিং সেন্টার, ফারহানা ক্লথ স্টোর, স্টার ফ্যাশন, এস এম মেগামল, তানিয়া ফ্যাশন, আল-হেরা বস্ত্র বিপনী, ওহি টেক্সটাইল, ড্রিম ফেব্রিকস্, সোনিয়া ফ্যাশন, ইয়াং ফ্যাশন, স্টার ফ্যাশন, নকশি ফ্যাশন, দেশ ডিপার্টমেন্টাল, এস এম মেগামল, সাত রং, কুলাউড়া গিফট্, আইডিয়াল কার্ড এন্ড গিফট, বসুন্ধরা সিটিসহ অন্যান্য দোকান গুলোতে কেনাবেচা ভালই চলছে বলে প্রতিষ্ঠান মালিকরা জানান। এছাড়াও শহরের ষ্টেশন রোডের দোকান ও ফুটপাতের দোকানগুলোতেও মানুষের আনাগোনা লক্ষনীয়। প্রচুর সংখ্যক প্রবাসীরা ঈদের আনন্দ পরিবার পরিজনের সাথে ভাগাভাগি করতে এবার দেশে এসেছেন। শহরের ব্যবসায়ীরা জানান, বিগত ৫/৭ বছরের তুলনায় এবারে ঈদের কেনাবেচা ভালো। বর্ষাকাল হলেও প্রাকৃতিক বৈরীতা না থাকায় মানুষ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে আসছে।

 

 

 

শেয়ার করুন