হোসাইন আহমদ॥ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ১৪ জুন বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব হতে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ শেষে শহীদ মিনারে মিলিত হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের জেলা সভাপতি মোঃ বুরহান উদ্দিন রুপক এর সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রুকন মিয়ার পরিচালায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ শাহেদ আলী, আফিকুল ইসলাম, আব্দুস সামাদ আজাদ, ইমতিয়াজ হোসেন দিপু, মো: সফিকুল ইসলাম ও মো: মনির মিয়া প্রমুখ।