ঈদ উপলক্ষে ৩৩ হাজার ৭৮৬ দুস্থ পরিবারের মাঝে  চাল ও নগদ টাকা বিতরণ করলেন উপাধ্যক্ষ মোঃআব্দুস শহীদ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥

ঈদ উপলক্ষে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় ৩৩ হাজার ৭৮৬ দুস্থ পরিবারের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করেছেন জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি।

১৪ জুন বৃহস্পতিবার সকালে তিনি শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নে ১ হাজার ৬৪১ টি পরিবার,রাজঘাট ইউনিয়নে ১ হাজার ৯৭৭ টি পরিবার, বিকেলে কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে ১৭৪০ টি পরিবারকে ১০ কেজি করে এবং কমলগঞ্জ পৌরসভার ৩০০ টি পরিবারে ২০ কেজি করে চাল বিতরণ করেন। এছাড়া কমলগঞ্জে বিকেলে জুবেদা খাতুন ফাউন্ডেশন কর্তৃক ২৫০টি পরিবারকে ২ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করেন।

এদিকে ঈদ উপলক্ষে ৮ জুন থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মৌলভীবাজার-৪ সংসদীয় আসনের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ দুই উপজেলার ১৮টি ইউনিয়নে পরিবার প্রতি ১০ কেজি করে এবং কমলগঞ্জ পৌরসভায় ৩০ টন ও শ্রীমঙ্গল পৌরসভায় ৪০ টন চাল পরিবার প্রতি ২০ কেজি করে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আছাদুজ্জামান। তিনি জানান,‘ঈদ উপলক্ষ্যে ভিজিএফ চাল শ্রীমঙ্গল উপজেলার নয়টি ইউনিয়নে ১৭০ টন চাল এবং কমলগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নে ১৫৫ টন চাল পরিবার প্রতি ১০ কেজি করে বিতরণ করা হয়। এছাড়া বন্যায় দুর্গতদের জন্য জেলা প্রশাসন থেকে প্রাপ্ত কমলগঞ্জ উপজেলায় ক্ষতিগ্রস্থ ৫ হাজার ২০০ পরিবারকে  ৪৫ টন ও নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা এছাড়া শ্রীমঙ্গল উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৪২০ টি পরিবারকে ১০ টন জি আর  চাল গতকাল বিতরণ করা হয়। এসব চাল বিতরণ কালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক,পৌর মেয়র জুয়েল আহমদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক,ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা,বিজয় বোনার্জি,পুস্প কুমার কানু,সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের স্থানীয় জনপ্রতিনিধি ও সরকার দলীয় নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন