স্টাফ রিপোর্টার॥ মিথ্যা ও জাল নথির ভিত্তিতে বানোয়াট মামলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে কারাগারে রাখার প্রতিবাদে স্মারক লিপি দিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি।
১৪ জুন বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কাছে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে স্মারক লিপি দেন। স্মারক লিপিতে বলা হয় কারাগারে সরকার নানা কৌশলে বেগম খালেদা জিয়া বিনা চিকিৎসায় রেখেছে। তারা দাবী করেন অবিলম্বে বেগম খালেদা জিয়াকে ইউনাটেড হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসা প্রদান ও ঈদের আগেই তাকে নি:শর্ত মুক্তির। স্মারকলিপি যতাযত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন বলে তারা জেলা প্রশাসকের প্রেরিত স্মারক লিপিতে আশা পোষণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মৌলভী ওয়ালী সিদ্দিকী, আলহাজ্ব এম এ মুকিত,জেলা বিএপির সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমান, সদর উপজেলা সভাপতি মো: হেলু মিয়া, জেলা বিএনপির সহ সাংগঠনিক মাহমুদুর রহমান প্রমূখ।