বিশ্বকাপ ফুটবল: মস্কোর পথে পথে (ফটো স্টোরি)

নাসিরুল ইসলাম, মস্কো থেকে

বিশ্বকাপ মানেই উৎসব। চার বছর পর বিশ্বকাপ নিয়ে আবার মেতে উঠেছে সবাই। রাশিয়া এখন উৎসবের দেশ। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছে এক মাসের ফুটবল মহাযজ্ঞ। স্টেডিয়ামের বাইরের আয়োজনও কম বর্ণিল ছিল না। বাংলা ট্রিবিউনের সিনিয়র ফটো সাংবাদিক নাসিরুল ইসলামের ক্যামেরায় ধরা পড়েছে তেমনই কিছু রঙিন মুহূর্ত।

বিশ্বকাপের অন্যতম আকর্ষণ সমর্থক। ভক্তদের অংশগ্রহণে প্রাণোচ্ছল হয়ে ওঠে ফুটবলের শ্রেষ্ঠ আসর। বিশ্বকাপ উন্মাদনার অংশীদার হতে পেরে দারুণ খুশি তিন ভক্ত।

রণ-পা নিয়ে এই তরুণীও বিশ্বকাপ উৎসবে শামিল। তার এমন অভিনব উদ্যোগ নজর কেড়েছে অনেকের।

বিশ্বকাপে সেরা সাফল্য ব্রাজিলের। পাঁচবারের চ্যাম্পিয়নদের সমর্থকরা ট্রফি ছাড়া কিছু বুঝতেই চান না!

সুরের মূর্চ্ছনায় ফুটবল ভক্তদের মন জয় করার চেষ্টা। মস্কোর পথে পথে বিশ্বকাপকে স্বাগত জানাতে ছিল এমন আয়োজন।

সূত্র:বাংলা ট্রিবিউন

শেয়ার করুন