মনু নদের আতংকে মৌলভীবাজার শহরবাসী

 

 

মাহবুবুর রহমান রাহেল

মৌলভীবাজার শহর দিয়ে ভয়ে যাওয়া মনু নদের  প্রতিরক্ষা বাঁধের বেশ কয়েকটি স্থান দিয়ে ব্যাপক হারে পানি চুয়িয়ে শহরে প্রবেশ করছে ভাঙ্গন আতংকে শহরের ব্যাবাসয়ী ও সাধারন জনগন । একদিকে শহরের এম সাইফুর রহমান সড়কে মনু নদের পানি আসায়  ঈদের আনন্দ অন্যদিকে ব্যাবসায়ী ও ক্রেতাগন আতংকে সময় পাড় করছেন।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বলেন, যে সব প্রতিরক্ষা বাঁধ চুয়িয়ে পানি বের হচ্ছে সেসব স্থান গুলোতে পুলিশ  পাহারা দিচ্ছেন।

পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান  বলেন,শহরের ভিতর দিয়ে ভয়ে যাওয়া মনু নদীর যে প্রতিরক্ষা বাঁধটি আছে সেটা খুবই টেকশই শহরের দিকে ভাঙ্গনের কোনো আতংক নেই।

এম সাইফুর রহমান সড়কের কিছু সংখ্য দোকানের ভিতর পানি ঢুকায় নিরাপদ আশ্রয়ের অন্যত্র সরে যেতে দেখা যায়।

দু’দিনের টানা বর্ষনে মনু ও ধলাই নদীর ভাঙনে  বেশ কয়েকটি উপজেলা শহরের অর্ধশতাধিক নিম্নঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। উজানের পানি নামার কারনে নিম্নাঞ্চল বন্যার অবনতি হচ্ছে।

এখন পর্যন্ত বন্যায় প্লাবিত হয়েছে কুলাউড়া উপজেলার শরীফপুর, হাজিপুর, টিলাগাও ও পৃথিমপাশা ইউনিয়নের প্রায় ৬০টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। রাজনগর উপজেলার কামারচাক, টেংরা ও মনসুর নগর ইউনিয়নের ৪২ টির গ্রাম। তার মধ্যে কামারচাক ইউনিয়নের প্রায় ৮০ ভাগ এলাকা প্লাবিত হয়েছে। কমলগঞ্জ উপজেলার রহিমপুর, মুন্সিবাজার ইউনিয়ন ও পৌরসভাধীন প্রায় ৩০ টি গ্রাম। কমলগঞ্জের কিছু এলাকা থেকে পানি নামলেও নতুন করে প্লাবিত হয়েছে রাজনগরের ২২ টি এবং কুলাউড়ার ৪০ টি গ্রাম।

শেয়ার করুন