জালালাবাদবার্তা.কমঃ
প্রতি বছরের মতো এবারও ডেন্টোনিয়া পার্কে (৮০ থায়রা এভিনিউ, টরন্টো) অনুষ্ঠিত হলো পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ। গত কয়েক বছর ধরে খোলা আকাশের নীচে এই ঈদ-উল-ফিতর এবং ঈদ-উল-আযহার জামাত আয়োজন করে আসছে ডেনফোর্থ ইসলামিক সেন্টার (DIC)।
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর এবারের জামাতে সকলের উপস্থিতি ছিলো চোঁখে পড়ার মতো। আনুমানিক ১২ থেকে ১৫ হাজার ধর্মপ্রাণ মুসলমান ছোট-বড়, পুরুষ-মহিলাদের উপস্থিতিতে ডেন্টোনিয়া পার্ক ছিলো লোকে লোকারন্য। টরন্টোর বিভিন্ন স্থান থেকে সকাল ৮টা থেকে মুসল্লীদের আসা শুরু হয় ভিক্টোরিয়া পার্ক এবং ডেনফোর্থ এভিনিউর এই ঈদ জামাতে।
লাউড স্পিকারের মাধ্যমে অনেক দূর পর্যন্ত ভেসে যাচ্ছিলো DIC’র খতিব জনাব ফারুক আহমদ এর কন্ঠে আল্লাহু আক্বার, আল্লাহু আকবার ধ্বনি। ঐতিহাসিক এই জামাতে বাংলাদেশী কমিউনিটি ছাড়াও অন্যান্য বিভিন্ন কমিউনিটির মুসলমান ভাই-বোনদের উপস্থিতি ঘটে। বারিষ্টার ওয়াসিম আহমেদ সকল সেচ্ছাসেবক ভাইদের ধন্যবাদ প্রদান করে স্বাগত বক্তব্য প্রদানের জন্য আহবান জানান টরন্টো সিটি কাউন্সিলার জেনেট ডেভিস এবং টরন্টো সিটির মেয়র জন টরিকে। উল্লেখ্য, ডেন্টোনিয়া পার্কের খোলা এই মাঠে ঈদ জামাত আয়োজনের জন্য সিটি অব টরন্টো থেকে অনুমোদন পেতে যাঁর ভূমিকা অপরিসীম, তিঁনিই হলেন কাউন্সিলর জেনেট ডেভিস। এমপি ন্যাথানিয়াল স্মিথ বিশেষ কারনে আসতে না পারলেও সকলের উদ্দেশ্যে তাঁর শুভেচ্ছা বাণী পাঠাতে ভুল করেননি।
আজ ১৫ জুন ২০১৮, শুক্রবার টরন্টোর বাংলা টাউনের সর্ববৃহৎ এই ঈদের নামাজ শুরু হয় সকাল ১০ ঘটিকার সময়। এবারের ঊদ-উল-ফিতর এর নামাজে ইমামতি করেন বিশিষ্ট ইসলামিক স্কলার, ইসলামিক স্টাডি এবং ইসলামিক হিস্ট্রিতে মাষ্টার্স মৌলানা আরশাদ ওসমান। ইমামের স্টেইজ এবং মহিলাদের জন্য তাবু দিয়ে সাহায্য করেন টরন্টোর বিশিষ্ট ব্যবসায়ী রাসেল রহমান।