সাইফুল ইসলাম
উজানে আবারও বৃষ্টিপাত হওয়ায় মৌলভীবাজার শহরের কাছে চাঁদনীঘাট মনু নদীর পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু প্রতিরক্ষা বাঁধ চুইয়ে বন্যার পানি শহরের দিকে প্রবেশ করছে।
মনু প্রতিরক্ষা বাঁধ ভাঙ্গার ঝুঁকিতে রয়েছেন শহরবাসী।
জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় সিদ্ধান্তের ইতোমধ্যে শহরে বসবাসকারীদের সতর্কতা মূলক মাইকিং করা হয়েছে। বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিরাপদ স্থানে অনেকেই সরিয়ে নিয়েছেন।
শহরের গুরুত্বপূর্ণ এম সাইফুর রহমান সড়ক দিয়ে সকল প্রকার যাবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠানের মুল্যবান কাগজপত্র উঁচু স্থানে নিয়ে রাখা হয়েছে।
মনু ও ধলাই নদীর ২০টি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে বন্যার পানি প্রবেশ করে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বাড়ি ঘরসহ রাস্তাঘাট। পানি বন্দী হয়ে পড়েছে প্রায় দুই লক্ষাধিক মানুষ। অনেক স্থানে বন্যার পানির তোড়ে আটকে পড়া মানুষকে উদ্ধার করছে ফায়ার সার্ভিস কর্মীরা। অনেকে বিশুদ্ধ পানিসহ খাদ্য সংকটে ভুগছেন।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী জানান, মনু ও ধলাই ২০টি স্থানে ভাঙ্গন দিয়েছে। ভারতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। ঝুঁকিপূর্ণ বাঁধ গুলো রক্ষার চেষ্টা করা হচ্ছে। নদীর প্রতিরক্ষা বাঁধ চুইয়ে পানি এসে বাঁধ ভেঙ্গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে মনুনদীর শহর প্রতিরক্ষা বাঁধ চুইয়ে বন্যার পানি প্রবেশ করে শহর তলিয়ে যেতে পারে।
এদিকে মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হওয়ায় সরকারের নির্দেশে বন্যার্তদের সাহায্যার্থে সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৫জুন) রাতে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল এতথ্য নিশ্চিত করেন।
জানা যায়, বন্যার্তদের উদ্ধার ও বাঁধ রক্ষা কার্যক্রমের পাশাপাশি সেনাবাহিনী বন্যাদুর্গত মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান করবেন।
সেনাবাহিনী নিবিড়ভাবে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বন্যাদুর্গত এলাকায় যেকোনো ধরনের সহায়তা প্রদানের জন্য ব্যাপক প্রস্তুতি রয়েছে।
মৌলভীবাজার জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী বলেন,সর্বশেষ (রাত ৯টায়) মনু নদীর পানি চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার ১৪৬ সেন্টিমিটার ও রাত দেড়টার দিকে ১৫০ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিনি আরও বলেন, রাজনগর উপজেলার কদমহাটা এলাকায় মনু নদীর বাঁধ ভেঙ্গে যাওয়ায় কুলাউড়া ও মৌলভীবাজার সড়ক তলিয়ে গেছে।
মৌলভীবাজার জেলা প্রশাসক মো.তোফায়েল ইসলাম বলেন, শহর রক্ষা বাঁধ পরিদর্শন করেছে সিলেট থেকে আসা সেনাবাহিনীরর একটি বিশেষজ্ঞ টিম। শনিবার সকাল থেকে শহর রক্ষা বাঁধে কাজ করবে একজন মেজরের নেতৃত্বে ৬০ সদস্যের সেনাবাহিনীর একটি দল।
তিনি আরও বলেন, জেলা প্রশাসন ছাড়াও পুলিশ সুপার, মেয়র,পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্টরা বাঁধ রক্ষায় দিনরাত কাজ করে যাচ্ছেন। শহরের সাইফুর রহমান সড়কে এবং কনকপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ড ও পৌরসভা বালির বস্তা ফেলে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে।’