শাকির আহমদ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশীদ্রোন ইউনিয়নের গত ১৫জুন শুক্রবার সকাল থেকে টানা বৃষ্টিপাতের ফলে বিলাস নদী ২টি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে বন্যার পানি প্রবেশ করে ৩টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বিশেষ করে পূর্ব আশিদ্রোন, তিতপুর, জিলাদপুর এই তিন এলাকায় বেশিক্ষতি গ্রস্থ হয়।
এলাকা সূত্রে জানা গেছে, বিলাস নদী প্রতিরক্ষা বাধ ভেঙ্গে অনেক রাস্তাঘাট ও বাড়ীঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। বিলাস নদীর বাঁধ নির্মাণ করা না হলে রাস্তাঘাট ও মানুষের বসত বাড়ীঘর প্লাবিত হয়ে দূর্ভোগ দেখা দিবে ।
ইতিমধ্যে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রণেন্দ্র প্রসাদ বর্ধন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন।
টানা বৃষ্টিপাতের ফলে বিলাস নদী ২টি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে বন্যার পানি প্রবেশ করে ৩টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দি
শেয়ার করুন