»জাতীয়»ক্ষয়ক্ষতি ৫০০ কোটি টাকা, সরকারের বরাদ্দ আসলো ৪০ লক্ষ টাকা এটা জনগণের সাথে উপহাস ছাড়া আর কিছু নয় ! জামায়াতের সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান
ক্ষয়ক্ষতি ৫০০ কোটি টাকা, সরকারের বরাদ্দ আসলো ৪০ লক্ষ টাকা এটা জনগণের সাথে উপহাস ছাড়া আর কিছু নয় ! জামায়াতের সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
শাকির আহমদ
বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান বলেছেন, আকস্মিক বন্যায় মৌলভীবাজার জেলায় ক্ষয়ক্ষতি পরিমান প্রায় ৫০০ কোটি টাকা। আর সরকারের বরাদ্দ আসলো ৪০ লক্ষ টাকা এটা জনগণের সাথে উপহাস ছাড়া আর কিছু নয়! আমরা সরকারের কাছে সাময়িক ত্রাণ চাই না, বন্যার সমস্যার স্থায়ী সমাধান চাই।
আজ মঙ্গলবার (১৯জুন) দুপুরে মৌলভীবাজার জেলায় বন্যাদূর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
তিনি বন্যা এলাকায় দূর্গত মানুষের খোঁজ-খবর নেন। মৌলভীবাজার পৌরসভা, রাজনগর ও কুলাউড়া উপজেলার বন্যা দূর্গত মানুষে মধ্যে ত্রাণ সমগ্রী বিতরণকালে বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতি বছর টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল নামবে আর সমস্ত ঘর-বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান ও ক্ষেতের ফসল তলিয়ে যাবে এবং মাছ চাষিদের জীবিকা নির্বাহের স্বপ্ন নিঃশ্বষ হয়ে যাবে আর সরকার দু-চার বস্তা ত্রাণ পাঠাবে এটা আমরা চাই না। আমরা চাই অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতি পোষানোর লক্ষে সরকারের দ্রুততর সফল উদ্যোগ গ্রহন করা।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় টিম সদস্য দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, মৌলভীবাজার জেলা আমির মো. আব্দুল মান্নান ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী, জেলা সহকারি সেক্রেটারি মো. ইয়ামীর আলী, পৌর আমির আলাউদ্দীন শাহ, রাজনগর উপজেলা আমির আবু রাইয়ান শাহিন, কুলাউড়া উপজেলা আমির মাস্টার আব্দুল বারি, সদর উপজেলা আমির সৈয়দ তারেকুল হামিদ, ছাত্র শিবিরের শহর সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, জেলা সভাপতি আব্দুল মুমিত এবং রাজানুর রহিম ইফতেখার, আব্দুল মুনতাজিম, আয়ূব আলী, ফখরুল ইসলাম ও মুর্শেদ আহমদ চৌধুরী প্রমুখ।