রাজনগর কুশিয়ারনদীর নতুন করে ভাঙন দেখা দিয়েছে সেনাবাহিনী ও পাউবো বাঁধ রক্ষায় চেষ্টায় রয়েছেন

শাকির আহমদ,

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনুনদীর ভাঙনে কামারচাক, মনসুরনগর ও টেংরা ইউনিয়নে বন্যার পর এবার উপজেলার হলদিকুল এলাকা দিয়ে কুশিয়ারা নদীর বাঁধ নতুন করে ভাঙন দেখা দিয়েছে।
(১৯জুন) মঙ্গলবার সকাল থেকে উত্তরভাগ ইউনিয়নের হলদিকুল এলাকায় ভাঙন মেরামতে সেনাবাহিনী, পাউবো ও স্থানীয় জনসাধারণ চেষ্টা চালিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করে যাচ্ছেন। এতে মনুনদী প্রকল্পের আওতায় রাজনগরের উত্তরবাগ ও ফতেহপুর ইউনিয়নের পুরোটাই বন্যায় প্লাবিত হয়েছে।
কুশিয়ারা নদীর পানি উপচে রাজনগর ও ফতেহপুর প্লাবিত হয়ে বন্যার পানি কাউয়াদীঘি হাওরসহ আশপাশর এলাকায় প্রবেশ করছে। মৌলভীবাজার সদরসহ কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতির দিকে।
এদিকে পাউবোর অবহেলার কারণে কালাইগুল এলাকার ভাঙনের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজন অভিযোগ করেছেন।
মৌলভীবাজার-৩ আসনের এমপি সৈয়দা সায়রা মহসিন উত্তরভাগ ইউনিয়নের কুশিয়ারা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।
অপরদিকে মনু নদীর পানি মৌলভীবাজার শহরের কাছে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় পৌর এলাকা ও সদর উপজেলার বন্যাকবলিত এলাকাগুলোর বাড়িঘর ও রাস্তাঘাটের পানি নামছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী রাতে বলেন,‘আমি এখনো ভাঙন এলাকায় আছি। কুশিয়ারা নদীর ড্রেনজার লেভেল হলো ৮.০৪ মিটার। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে কুশিয়ারা নদীর বিপদসীমার ৩৬ সেন্টিমিটার উপর প্রবাহিত হচ্ছে। গাছপালা ও বালু ভর্তি বস্তা দিয়ে বাঁধ ঠেকানো যাচ্ছে না। তোড়ে সবগুলো নিয়ে গেছে। আর মনুনদীর বিপদসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে,মনুনদীর পানি কমে গিয়ে কুশিয়ারা নদীর ভাঙন দেখা দিয়েছে।’

শেয়ার করুন