হাজীপুর সোসাইটি, কুলাউড়ার আয়োজনে বন্যার্তদের মধ্যে ঢেউটিন বিতরণ

 

ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, কুলাউড়াঃ

“হাজীপুর সোসাইটি, কুলাউড়া” এর উদ্যোগে এবং আমেরিকা প্রবাসী জনাব রাশিদুল চৌধুরী (হেশাম) সাহেবের পৃষ্টপোষকতায় গত ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলাধীন কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ভূইগাও গ্রামে বন্যা দূর্গত প্রায় ২৫ টি পরিবারের মধ্যে বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য ঢেউ টিন বিতরন করা হয়।

বিশিষ্ট সমাজসেবক জনাব রেজাউর রহমান চৌচৌধুরী কয়ছর, হাজী আব্দুল গফুর, মুফতি আলতাফুর রহমান সহ আরও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

আজ শুক্রবার একই ইউনিয়নের পুরানতকি এলাকায় আরও প্রায় ১৫ টি পরিবারের মধ্যে টিন বিতরন করা হবে বলে জানিয়েছেন হাজীপুর সোসাইটি, কুলাউড়ার কর্মকর্তাবৃন্দ। তাঁরা বলেন, “আমাদের সপ্ন অনেক বড়, প্রত্যাশা অনেক বেশি, এলাকায় নতুন কিছু করার দৃঢ় প্রত্যয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করি আমরা ইনশাআল্লাহ সফল হবই। সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।”

বিজ্ঞপ্তি

 

শেয়ার করুন