টরন্টোতে বাংলাদেশী সুপার মার্কেটে ডাকাতি

রুহুল চৌধুরীঃ

আজাদ সুপারমার্কেট টরন্টোর ভিক্টোরিয়া পার্ক সাবওয়ের সন্নিকটে ক্রিসেন্ট টাউন এবং মেসি স্কয়ারের দি মার্কেট প্লেইসে বাংলাদেশী মালিকানাধীন গ্রোসারী স্টোর।

গত ২০ জুন রাতে আজাদ সুপারমার্কেটের দরজার কাঁচ ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দুইটি ক্যাশ রেজিষ্টারের তালা ভেঙ্গে বেশ কিছু নগদ ক্যাশ (কানাডিয়ান ডলার) লুট করে নেয় চুরেরা।

সরেজমিনে আজাদ সুপারমার্কের কর্ণধার আবুল কালাম আজাদ ভাইয়ের সাথে কথা বললে তিনি বলেন, “টরন্টো পুলিশ তদন্ত করছে, পুলিশ ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে এবং সিসিটিভি’র ফুটেজ পরীক্ষা করছে।“ অচীরেই চুরেরা ধরা পড়বে বলে তিনি আশাবাদি। নগদ ক্যাশ ছাড়া অন্য কিছু চুরি হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “ক্যাশ রেজিষ্টারের টাকা ছাড়া অন্য কিছু চুরি হয়েছে বলে আপাদত মনে হচ্ছে না।“

 

শেয়ার করুন