গোলাপগঞ্জ পৌরসভার মেয়র মরহুম সিরাজুল জব্বার চৌধুরীর নাগরিক শোকসভা বাস্তবায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

মাহফুজ চৌধুরীঃ

গোলাপগঞ্জ পৌরসভার মেয়র, প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মরহুম সিরাজুল জব্বার চৌধুরীর নাগরিক শোকসভা বাস্তবায়নের লক্ষ্যে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রবীণ রাজনীতিবিদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী কে আহবায়ক ও এমসি একাডেমী মডেল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মনসুর আহমদ চৌধুরীকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
২৩ জুন শনিবার এ উপলক্ষে এমসি একাডেমী মডেল স্কুল ও কলেজে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও প্রিন্সিপাল মনসুর আহমদ চৌধুরীর সঞ্চালনায় এক সভা অনুষ্টিত হয়। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, গোলাপগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হেলালুজ্জামান হেলাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা বিএনপি নেতা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, স্কাউট ব্যক্তিত্ব মুবিন আহমদ জায়গীরদার, ডা. মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, আওয়ামীলীগ নেতা লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কবির আহমদ মুশন, জামায়াত নেতা সৈয়দ নাছির উদ্দিন, জিন্নুর আহমদ চৌধুরী, বিএনপি নেতা, গোলাপগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, পৌর কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, বিএনপি নেতা হাসান এমাদ, শিক্ষানুরাগী এডভোকেট নিমার আলী, আব্দুল আজিজ শুক্কুর, যুব নেতা রুহেল আহমদ প্রমুখ।। সভায় সম্প্রতি মৃত্যুবরণকারী গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর স্মরণে নাগরিক শোক সভা ও স্মারক গ্রন্থ প্রকাশের লক্ষ্যে ১৫ সদস্য বিশিষ্ট নাগরিক কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

 

শেয়ার করুন